Sunday, September 4, 2016

সিভিল ইন্জিনিয়ারদের জেনে রাখা প্রয়োজন পাইল নিয়ে কিছু কথা


----------------------------------
১।১৮" ডায়া পাইল এ কতটুকু চিসেল ব্যবহার করতে
হবে?
উ: ১৬" ডায়া চিসেল ব্যবহার করতে হবে।
২। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয় তার নাম কি?
উ: ট্রিমি পাইপ
৩।ট্রিমি পাইপের ডায়া কত?
উ: ৬" থেকে ৮"
৪। কত সময় বোরিং ওয়াস করতে হবে?
উ:কমপক্ষে আধাঘন্টা বা যতক্ষণ পানিতে কাদা বা বালু
আসে ততক্ষণ বোরিং ওয়াস করতে হবে।
৫।প্রত্যেকটি পাইলে মাটির নিচে রডের মাথা
কিভাবে একই সমানে রাখাযাবে?
উ:প্রজেক্টে এর সুবিধামত জায়গায় ২' উচ্চতা
বিশিষ্ট একটি লেভেলিং পিলার তৈরি করতে হবে এর
ভিত্তিতে ওয়াটার পাইপ বা লেভেলিং মেশিনের
সাহায্যে ক্যাসিং পাইপের মাথায় লেভেল দিতে
হবে। পাইলিং রডের খাচার মধ্যে একটি ১০ মিমি
ব্যাসের রডের হুক লাগিয়ে লেভেলের পরিমাপ
মত একটি রড ক্যাসিং পাইপের মাথায় হুক করে
লাগাতে হবে।
৬।এগ্রিগেট হিসাবে পাইলে কি ব্যবহার করা হয় এবং
অনুপাত কত?
উ:পাইল এগ্রিগ্রেড হিসাবে stone chips/singles
ব্যবহার করা হয়ে থাকে। ইহার অনুপাত সাধারণত
1:1.5:3 হয়ে থাকে।
৭। কাট অফ লেভেলে কেন কম রেশিং তে
কাস্টিং করা হয়?
উ: কাস্টিং করার পর কাট লেভেল ভেঙ্গে
ফেলতে হয়, সেজন্য কম রেশিও তে অর্থাৎ
১:২:৪ বা ১:৩:৬ অনুপাতে কাস্টিং করতে হয়।
৮। একটি পাইল বোরিং করার পর কতটুকু দুরে
পরের পাইলটি করা যেতে পারে?
উ: একটি পাইল হতে আরেকটি পাইলের ডিসট্যান্স
মিনিমাম ৬' হতে হবে, বেশি হলে আরও ভাল হয়।
৯।একদিনে একটি মেশিনে সাধারণত কয়টি পাইল
করতে পারে?
উ: ৫০ ফুটের নিচে হলে তিনটা এবং এর উপরে
হলে দুইটা করা যেতে পারে।
১০। পাইলের ভারবহন ক্ষমতা বলতে কি বোঝায়?
উ: একটি পাইল প্রতি বর্গফুটে যত টুকু ভার
নিরাপদে বহন করতে পারে, তাকে পাইলের
ভারবহন ক্ষমতা বলে।

No comments:

Post a Comment